Inclusive Dialogue for JUCSU 2025 - Representative Debate
Schedule
Fri, 05 Sep, 2025 at 11:30 am
UTC+06:00Location
Jahangirnagar University-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | Dhaka, DA
Advertisement
📢 Inclusive Dialogue for JUCSU 2025🗓️ ৫ সেপ্টেম্বর ২০২৫
📍 নতুন কলা ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আসন্ন জাকসু নির্বাচনকে সামনে রেখে Inclusive Jahangirnagar আয়োজন করছে একটি উন্মুক্ত সংলাপ, যেখানে ছাত্র প্রতিনিধিরা উপস্থাপন করবেন তাদের নির্বাচনী ইশতেহার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে তাদের পরিকল্পনা।
এই সংলাপের উদ্দেশ্য:
(১) শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা নিজেদের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।
(২) সরাসরি প্রতিনিধিদের কাছে প্রশ্ন করার সুযোগ পাওয়া।
(৩) অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গঠন নিয়ে আলোচনা, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ প্রসঙ্গে।
🤝 আয়োজনে:
Inclusive Jahangirnagar
Advertisement
Where is it happening?
Jahangirnagar University-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, Sabhar, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: