Fair Urban Charter 2024- ন্যায্য নগর ইশতেহার
Schedule
Tue Nov 19 2024 at 09:00 am
UTC+06:00Location
Press Institute Bangladesh - PIB | Dhaka, DA
Advertisement
আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি "ন্যায্য নগর ইশতেহার ২০২৪"-এ। এই ফোরামটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ নভেম্বর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে। এখানে নগর বাসিন্দা, এক্টিভিস্ট, পেশাজীবী, এবং বাংলাদেশের নগরায়নের ভবিষ্যত নিয়ে আগ্রহী সবাই একত্রিত হবেন। একটি ন্যায্য, দায়-দরদের এবং সাস্টেইনেবল নগর কাঠামো এবং জীবনমান উন্নতির লক্ষ্যে আমরা বহুমাত্রিক আলাপ আলোচনা করবো, যার ফলাফল হিসেবে তৈরি হবে "ফেয়ার আরবান চার্টার"।বর্তমানে বাংলাদেশের ৪০ শতাংশেরও বেশি মানুষ শহরে বসবাস করেন এবং এই সংখ্যাটি সামনে বাড়তে থাকবে। নগরায়ন বাংলাদেশের ভবিষ্যতে অনিবার্য। সুষ্ঠু ও ন্যায্য নগরীয় অবকাঠামো ও জীবনধারা জনসাধারনের বহুদিনের আকাংক্ষা। কিন্তু বর্তমানে শহরে বসবাসকারি সবাই সমানভাবে নগরায়নের সুযোগ-সুবিধাগুলি ভোগ করতে পারে না। বাংলাদেশের শহর ও টাউনগুলিতে খুব কম মানুষই নির্ভরযোগ্য সেবা, ন্যায্য বাসস্থান, নিরাপদ পার্ক এবং অন্যান্য সুযোগ-সুবিধা পান। একটি ন্যায্য, গণতান্ত্রিক, এবং অন্তর্ভুক্তিমূলক শহর প্রত্যেকের মৌলিক অধিকার।
আমরা বিশ্বাস করি যে শহরটা সবার এবং আমরা সবাই মিলে একটি বিকল্প নগরায়ন করতে সক্ষম। শহরের কাঠামোগত সমস্যা এবং রুপান্তরের জন্য আমাদের দাবী ও আকাংক্ষা থেকে তৈরি "ফেয়ার আরবান চার্টার ২০২৪" একটি যুগান্তকারী ইশতেহার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে ন্যায্য নগর গড়ে তোলার জন্য আমাদের সংবিধান, নগরীয় নীতিমালা এবং বিবিধ প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন কীভাবে সম্ভব, সে বিষয়ে বিভিন্ন শহরের সাধারণ বাসিন্দা, এক্টিভিস্ট, গবেষক, চিন্তাবিদ, রাজনীতিবিদ, শিক্ষক এবং শিল্পীগোষ্ঠী ব্যক্তিত্বদের মধ্যে আলোচনা হবে। একাধিক উন্মুক্ত আলোচনা ও সংলাপের মাধ্যমে আমরা গড়ে তুলব "ফেয়ার আরবান চার্টার ২০২৪"-এর মূল নীতিসমূহ, যা জনগণের কণ্ঠস্বর হিসেবে সংবিধান সংস্কার কমিটির কাছে উপস্থাপন করা হবে।
সাধারণত নগর পরিকল্পনা নিয়ে আলোচনা-সমালোচনা পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট, এবং অন্যান্য স্থানিক এক্সপার্টদের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবারের ইশতেহার তৈরিতে একিসাথে জড়িত থাকবে অন্যান্য পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির মানুষজন, অভিবাসী ও পাহাড়ি জনগোষ্ঠী, জেলে, মাঝি, শ্রমিক, কৃষক, এবং আরো পরিচয়ের মানুষের বয়ান। বহুমাত্রিক তৃণমূল বয়ানগুলোর সাথে নগরায়নের মেলবন্ধনে এক নয়া নগরচিন্তা সংযুক্তি এই ইশতেহারের একটা নতুন দিক।
এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার অংশগ্রহণ কামনা করছি। আবাসন, পরিবহন, পরিবেশ, পাব্লিক স্পেস, আরবান সংস্কৃতি, বৈষম্যবিরোধী এবং সাস্টেইনেবল নগরায়ন ইত্যাদি নিয়ে মতামত তুলে ধরার এটি এক অনন্য সুযোগ। আপনার মতামত বাংলাদেশের শহরের ভবিষ্যত গঠনে সহায়তা করবে। তাই একসাথে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য শহর নির্মাণে কাজ করতে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে নিচের ফর্মটি পূরণ করুনঃ
https://forms.gle/6nsx6H4pokzUncHS7
#FairUrbanCharter2024 #TheCityBelongsToAll
ইলাস্ট্রেশন ক্রেডিটঃ নাশিন জাহান নাসির
------- ------- ------- ------- ------- ------- ------- ------- ------- ------- -------
We invite you to the Fair Urban Charter 2024 Forum on November 19 and 20 at the Press Institute of Bangladesh. This forum is a call to action for citizens, activists, professionals, and anyone passionate about the future of urban Bangladesh to come together and envision a fairer, caring, and more sustainable urban landscape. The Fair Urban Charter, resulting from these and associated proceedings, will be submitted to the constitutional reform committee.
As over 40% of Bangladesh's population now lives in urban areas, the realities of city life have become central to the nation's future. Our cities, however, remain inaccessible and unequal, with only a few enjoying reliable access to basic services, housing, green spaces, and safe public areas. We believe that a fair, democratic, and inclusive urban environment is a fundamental right for all. This belief forms the basis of the Fair Urban Charter 2024, a roadmap of aspirations and goals to ensure all residents, whether permanent or temporary, have equal rights to inhabit, shape, and benefit from our cities.
Join leading voices from all walks of urban life as we discuss the structural changes needed in our constitution, urban policies, and civic institutions to uphold our right to the city. Through a series of public dialogues and discussions, we will build the tenets of the Fair Urban Charter 2024, which will then be submitted to the Constitutional Reform Committee as a representation of the people's voice.
Often conversations on urban development remain siloed among planners, architects, and other spatial experts. In the Fair Urban Charter, their perspectives will join with other professionals, people of different classes, migrants and indigenous communities, fisherfolk, farmers, workers, and many other diverse identities. A polyvocal grassroots thinking and dreaming will merge with ongoing urban development debates to offer a new urban vision for cities and settlements in the Bengal Delta.
Come join this necessary dialogue! It’s an opportunity to make your voice heard on crucial issues like housing, transportation, public spaces, urban culture, environment, and sustainable urban development, to help shape a Bangladesh that serves all its city dwellers. We look forward to welcoming you and working together to reimagine Bangladesh’s cities as inclusive, caring, fair, and accessible to everyone.
To confirm your participation, please fill up the following form:
https://forms.gle/6nsx6H4pokzUncHS7
#FairUrbanCharter2024 #TheCityBelongsToAll
Illustration Credit: Nasheen Jahan Nasir
Advertisement
Where is it happening?
Press Institute Bangladesh - PIB, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: