Explore Sundarban
Schedule
Thu, 02 Jan, 2025 at 10:00 pm
UTC+06:00Location
Sundarban | Dhaka, DA
Advertisement
সুন্দরবন ভ্রমণে রয়্যাল সাফারি (জানুয়ারি-২০২৫)এটি রয়্যাল সাফারি এর একটি রিলাক্স ট্যুর।
সুন্দরবন – পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বাংলাদেশের গর্ব। বলা হয়, ২৪ ঘণ্টায় সুন্দরবন নাকি কমপক্ষে ছয়বার তার রূপ বদলায়! সন্ধ্যা, মধ্যরাত, ভোর, সকাল, দুপুর, বিকেল-এই সময়গুলোতে সুন্দরবন আলাদা আলাদা রূপে ধরা দেয়। সুন্দরী সুন্দরবনের এই রূপের কথা লিখে বা বলে বোঝাবার নয়।
ভ্রমণঃ ২-৫ জানুয়ারি, ২০২৫
ভ্রমন পরিকল্পনাঃ
২ জানুয়ারি, বৃহস্পতিবারঃ ঢাকা থেকে রাত ১০ টার বাসে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু। খুলনা পৌঁছে আমাদের নির্ধারিত লঞ্চে উঠে যাবো।
* সকলের প্রবেশ শেষ হওয়ার পর লঞ্চ যাত্রা শুরু করবে কচিখালির উদ্দেশ্যে।
৩ জানুয়ারি, শুক্রবারঃ সকাল বেলা নাস্তা করে কচিখালী ভ্রমণ করবো। এরপর দুপুরের খাবার খাবো। এরপর বিকেল বেলা কটকা বিচ, জেটি ঘাট, টাইগার টাওয়ার, কটকা অফিস পাড়া, টাইগার টিলা এবং বনের মধ্যে কিছুক্ষণ হাইকিং করে ফেরত আসবো। লঞ্চে ফিরে নিজেদের মতো সময় কাটিয়ে ডিনার করে যার যার কেবিনে ঘুমিয়ে পড়বো।
৪ জানুয়ারি, শনিবারঃ সকালে হিরণ পয়েন্ট ঘুরে দেখবো। এরপর চলে যাবো দুবলার চরে। দুবলার চর ঘুরে আর শুটকি কেনা শেষ করে লঞ্চে ফিরে আসবো । রাতে লঞ্চেই বারবিকিউ ডিনার।
৫ জানুয়ারি, রবিবারঃ সকাল বেলা আমরা সবাইকে নিয়ে আন্ধারমানিক/ হাড়বাড়িয়ার প্রবেশ করবো। এখানে আমরা ১-১:৩০ ঘন্টা সময় অতিবাহিত করে লঞ্চে ফিরে এসে করমজলে উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। করমজল দেখে আমরা আমরা ফিরতি পথে রওয়ানা দিবো খুলনার উদ্দেশ্যে।
* সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ লঞ্চেই পরিবেশন করা হবে।
* এরপর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা, ইনশাআল্লাহ আমরা রাতের মধ্যেই ঢাকায় পৌছে যাবো।
খরচঃ
ঢাকা - ঢাকা:
৯,৫০০/- জনপ্রতি (নন অ্যাটাচ কেবিন)
১০,২০০/- জনপ্রতি (অ্যাটাচ কেবিন)
আসন সংখ্যাঃ ৭০ জন।
যে সকল সুবিধাসমুহ এই প্যাকেজে থাকছেঃ
* ঢাকা-খুলনা-ঢাকা নন এসি বাস খরচ।
* সুন্দরবনের সকল পরিবহন খরচ (লঞ্চ+ট্রলার)।
* ১ম দিন সকাল থেকে ৩য় দিন বিকেল পর্যন্ত সকাল, দুপুর ও রাতের খাবার এবং সকালে ও বিকালে চা সহ হালকা নাশতা, ৩ দিনে মোট ১৪ বেলা খাবার।
* কেবিনে জনপ্রতি ১টি বালিশ এবং ১টি কম্বল।
* নিজেদের নৌকায় সরু খালে ঘুরে বেড়ানো।
* সুন্দরবনের সকল স্পটের পারমিশন এবং এন্ট্রি ফি।
* ভ্রমনের জন্য বন বিভাগের অনুমতি ও ট্যাক্স প্রদান।
* ভারি অস্ত্র সহ দুই জন বন প্রহরী ও এক্সপার্ট গাইড সেবা এবং গাইডেন্স।
যা যা পাচ্ছেন নাঃ
১। যেকোনো ধরণের ব্যক্তিগত খরচ।
২। যাত্রাপথে হাইওয়ে বিরতিতে কোন খাবার।
ভ্রমন স্থানঃ
১। করমজল,
২। হাড়বাড়িয়া,
৩। কচিখালি,
৪। জামতলা বিচ
৫। কটকা – (কটকা বিচ, টাইগার টাওয়ার, অফিস পাড়া, টাইগার টিলা),
৬। তিন কোনা আইল্যান্ড,
৭। দুবলার চর (আলোর কোল),
৮। হিরণ পয়েন্ট (নীল কমল),
# প্রতিদিনই ক্যানেল ক্রুজিং থাকবে।
# আবহাওয়া ও পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময়েই প্ল্যানে গ্রহণযোগ্য পরিবর্তন হতে পারে।
# মনে রাখা জরুরী, আমাদের এই সুন্দরবন ট্যুর কোনো লাক্সারিয়াস ভ্রমণ নয়।
খাবার_মেন্যুঃ (বিভিন্ন পরিস্থিতিতে মেন্যু একটু পরিবর্তিত হতে পারে তবে আইটেম কমবে না বরং বর্ধিত হতে পারে)
১য় দিনঃ
★ সকালের নাস্তাঃ লুচি/পরটা, সবজী, ডিম, হালুয়া ও চা।
★ বেলা ১১টা : পেয়ারা মাখা ও চা।
★ দুপুরের খাবারঃ সাদা ভাত, সবজী, পারশে মাছ, আচারী চিকেন, ডাল, সালাদ ও রসগোল্লা।
★ বিকালের নাস্তাঃ নুডুলস, সস ও চা।
★ রাতের খাবারঃ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, সালাড ও সফট ড্রিংক্স।
২য় দিনঃ
★ সকালের নাস্তাঃ খিচুড়ি, ডিমের মালাইকারী, বেগুন ভাজি, সালাদ ও আচার।
★ হালকা নাস্তাঃ কেক ও চা।
★ দুপুরের খাবারঃ সাদা ভাত, ভর্তা, রুই মাছ, চিকেন কারী, ডাল, সালাদ ও ছানার জিলাপি।
★ বিকালের নাস্তাঃ সিঙ্গারা/পুরি, সস ও চা।
★ রাতের খাবারঃ লুচি, চিকেন বার-বি-কিউ, ফিস বার-বি-কিউ, ডাল মাখনা, রাশিয়ান সালাদ ও সফট ড্রিংক্স।
৩য় দিনঃ
★ সকালের নাস্তাঃ সাদা ভাত, আলুর ভর্তা, সিম ভর্তা, ডিম, ডাল।
★ হালকা নাস্তাঃ বিস্কুটও চা।
★ দুপুরের খাবারঃ পোলাও, চিংড়ি মাছ, ভেজিটেবল, চিকেন রোস্ট, মুড়িঘন্ট, সালাদ ও দই।
★ এ ছাড়া চব্বিশ ঘন্টা ২০ লিটার জারের ফিল্টার পানির ব্যবস্থা থাকবে।
ভ্রমনের সময় সাথে যা আনবেনঃ
* ছোট সাইজের ট্রাভেল ব্যাগ,
* টেলিটক সিম (মাঝেমধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় বেশ ভালো),
* প্রয়োজনীয় শীতবস্ত্র,
* তোয়ালে বা গামছা,
* স্যান্ডেল, কেডস,
* ক্যামেরা ও চার্জার,
* সানগ্লাস ও ক্যাপ বা হ্যাট,
* টুথপেষ্ট+ব্রাশ+সাবান+শ্যাম্পু,
* প্রয়োজনীয় ঔষধ,
* লঞ্চে বসে খেলার জন্য দাবা, লুডু বা কার্ড।
নোটঃ
* এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
* প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না।
* কোন ধরনের মাদক দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
কনফার্ম করার নিয়মঃ
আপনার প্যকেজটি তিনটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ
১। সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং কনফার্মঃ
অফিস ঠিকানাঃ
২১২, খিলগাঁ তালতলা সিটি সুপার মার্কেট।
২। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম :
Acc Name : Royal Safari Tours
Acc No : 200 2101 000004150
United Commercial Bank
Banani 11 Branch.
Routing Number: 245260968
৩। Payment Link এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
https://invoice.sslcommerz.com/invoice-form?refer=673D86F535B61
১. কনফার্ম করার জন্য আপনাকে ২০ ডিসেম্বরের মধ্যে ৫ হাজার টাকা জমা দিয়ে কনফার্ম করতে হবে, বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)
Royal Safari Tours
212, Khilgaon Taltola City super market,
Khilgaon, Dhaka - 1207.
Email : [email protected]
Facebook Page : https://www.facebook.com/royalsafaritour
Facebook Group : https://www.facebook.com/groups/8387055464704419
প্রয়োজনে যোগাযোগঃ
1. Asiful Islam: 01898334722
Advertisement
Where is it happening?
Sundarban, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: