DUTS Sehri Night 2025
Schedule
Fri, 14 Mar, 2025 at 10:00 pm
UTC+06:00Location
Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
পবিত্র রমজানে পদ্মার স্নিগ্ধ বাতাসে একদিন সেহরি করলে কেমন হয়? পদ্মার পাড় মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের ইলিশ এর অনন্য স্বাদের জন্য বিখ্যাত। ইলিশ মাছ ছাড়াও মাওয়া ঘাটের রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় বিভিন্ন রকমের ভর্তা, বেগুন ভাজা, ডালসহ বাহারী স্বাদের খাবার। লোভনীয় এই স্বাদ নিতেই ডিইউটিএস আয়োজন করছে আকর্ষণীয় সেহরি নাইট স্পেশাল ট্যুর।গন্তব্যস্থানঃ মাওয়া ঘাট
তারিখঃ ১৪ই মার্চ, ২০২৫
ভ্রমণ খরচঃ ৮০০টাকা
ভ্রমণ বৃত্তান্ত
আগামী ১৪ই মার্চ , ২০২৫ রাতের বেলা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে নির্ধারিত ট্যুরিস্ট বাসে শুরু হবে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা। গাড়িতে উঠেই শুরু হবে আড্ডা এবং গল্প। স্বল্প সময়ের এই যাত্রায় আমরা না ঘুমিয়ে পুরোটা সময় আনন্দ করতে করতেই কাটাবো। মাওয়া ঘাট পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা ঘাটের আশেপাশে ঘুরাঘুরি করব, হালকা কিছু খেয়ে মাওয়া ঘাট দেখব। রাত আনুমানিক তিনটায় আমরা আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে সেহেরি করবো। সেহেরি শেষে ঢাকায় ফেরার উদ্দ্যেশ্যে রওনা দিবো। আনুমানিক সকাল ৭ টার মধ্যেই পৌঁছে যাবো আমাদের চিরচেনা শহর ঢাকায়।
ডিইউটিএস যা যা বহন করবেঃ
# ঢাকা-মাওয়া-ঢাকা যাতায়াত খরচ
# সেহরির খাবার খরচ
ডিইউটিএস যা যা বহন করবে না:
# ব্যক্তিগত খরচ
বি.দ্র.
★যাতায়াতের সময় অবশ্যই ডিইউটিএস প্রদত্ত সিট প্ল্যান প্রত্যেকে মানতে বাধ্য থাকবে।
★ট্যুরে থাকাবস্থায় কোনো প্রকার নেশাদ্রব্য বহন এবং গ্রহণ নিষিদ্ধ।
★যেহেতু আমাদের সীট সংখ্যা সীমিত তাই আগে যোগাযোগ করে নিজের সীট কনফার্ম করতে হবে। সীট ফিলাপ হয়ে গেলে পরে আর সুযোগ থাকবে না।
যোগাযোগ:
+880 17 3106 2483 (সাংগঠনিক সম্পাদক )
ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি, ২০৩ নং রুম, টিএসসি ২য় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Advertisement
Where is it happening?
Room: 203, TSC (1st Floor), University of Dhaka, Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays:
