DIU Take-Off Programming Contest, Fall 2024

Schedule

Fri, 29 Nov, 2024 at 09:00 am

Location

Daffodil Smart City - DSC | Dhaka, DA

Advertisement
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব (ডিআইইউ-সিপিসি) বিশ্বাস করে প্রোগ্রামিং দক্ষতা বাড়াতে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিকল্প নেই। তাই বরাবরের মতো এবারও নতুন প্রোগ্রামার তৈরীর লক্ষ্যে ডিআইইউ-সিপিসি আয়োজন করছে DIU Take-Off Programming Contest, Fall 2024. প্রতি সেমিস্টারেই Take-Off Programming Contest আয়োজিত হয়ে থাকে। আপনি নতুন প্রোগ্রামার হিসেবে আপনার প্রোগ্রামিং দক্ষতাকে যাচাই করতে DIU Take-Off Programming Contest, Fall 2024 আপনার জন্য একটি অনন্য সুযোগ।
✅ শুধু প্রথম সেমিস্টারের (L1-T1) শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
? প্রত্যেক প্রতিযোগী প্রতিযোগিতার দিন একটি টি-শার্ট এবং স্ন্যাকস পাবে। সমাপনী অনুষ্ঠানে ডিপার্টমেন্ট থেকে একটি সার্টিফিকেট পাবে।
? রেজিস্ট্রেশন ফি: ৫০০/- (পাঁচশত টাকা)
⏳ রেজিস্ট্রেশন ডেডলাইন: ১০ই নভেম্বর, ২০২৪ ইং
? রেজিস্ট্রেশন লিংক: cutt.ly/veFfRNtE
টেক-অফ প্রোগ্রামিং কন্টেস্টের মক প্রতিযোগিতা ২৮শে নভেম্বর, ২০২৪ ইং অনলাইনে রাত ৮ টায় আয়োজিত হবে। এরপর ২৯শে নভেম্বর, ২০২৪ ইং প্রিলিমিনারি প্রতিযোগিতা অফলাইনে ২টি স্লটে আয়োজন করা হবে। প্রিলিমিনারি কনটেস্ট থেকে নির্বাচিত প্রতিযোগীরা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। (মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন ফি দিতে হবে না)।
? প্ল্যাটফর্ম: Toph
? মক প্রতিযোগিতা: রাত ৮ টা, ২৮শে নভেম্বর, ২০২৪ ইং
? প্রিলিমিনারি প্রতিযোগিতা:
Slot A: সকাল ৯ টা, ২৯শে নভেম্বর, ২০২৪ ইং
Slot B: দুপুর ২ টা, ২৯শে নভেম্বর, ২০২৪ ইং
যে কোনো প্রয়োজনে:
সাদমান সাকিব (ভাইস প্রেসিডেন্ট)
এসিএম উইং, ডিআইইউ সিপিসি
মোবাইলঃ 01872643102
ই-মেইল: [email protected]
Advertisement

Where is it happening?

Daffodil Smart City - DSC, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

DIU CPC - Daffodil International University Computer and Programming Club

Host or Publisher DIU CPC - Daffodil International University Computer and Programming Club

It's more fun with friends. Share with friends