Concert for Bangladesh 2.0 'স্বাধীন বাংলাদেশে কনসার্ট দেখতে চাই'
Schedule
Tue, 31 Dec, 2024 at 03:00 am to Wed, 01 Jan, 2025 at 03:00 am
UTC+06:00Location
Bangladesh Army Stadium | Dhaka, DA
Advertisement
মানুষের জীবনে অনেক রকমের বিনোদনের মধ্যে একটি বড় বিনোদন হচ্ছে লাইভ কনসার্ট। বাংলাদেশের ৯০ দশকে ও ২০০০ দশকে বামবা'র উদ্যোগে বিভিন্ন স্পন্সরের সাহায্যে প্রচুর পরিমাণে লাইভ কনসার্ট হতো এবং এই কনসার্ট গুলোতে বাংলাদেশের জনপ্রিয় সব ব্যান্ড একই মঞ্চে গান গাইতো। যা এখনো স্মরণীয় হয়ে আছে। ২০১২ এর পর থেকে এই সংখ্যাটা বিভিন্ন কারণে কমে এসেছে। এর একটা বড় কারণ হচ্ছে কনসার্টে দর্শকদের মারামারি ও হট্টগোল এবং বিশৃঙ্খলা।২০১২ সালে Rock the Legends Concert এর পর বাংলাদেশে জয় বাংলা ও কোক স্টুডিও ছাড়া আর কোন বড় কোন কনসার্ট হয়নি। আইয়ুব বাচ্চু মারা যাওয়া নয় বছর আগে তিনি চ্যানেল আই এর মাধ্যমে প্রতি বছর ২ ডিসেম্বর একটি বড় কনসার্ট করার প্ল্যান করেছিলো। যার নাম ছিল ‘চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট’ কিন্তু পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর এটি দুই বছর বন্ধ ছিল এবং ২০২৩ সালে জাতীয় নির্বাচনের কারণে কনসার্টটি হয়নি। ২০২২ সালে এই কনসার্টে ১৬ টি ব্যান্ড অংশগ্রহন করেছিলো। এ ছাড়াও বিভিন্ন সময় অনেক অরগানাইজেশন দেশের বাহিরের অনেক শিল্পী এনেছিলো। কিন্তু সেই উত্তেজনার কনসার্ট গুলো আর হয়নি। যেসব কনসার্টে দর্শকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিলো।
বামবা'র প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে, তারা যেন উদ্যোগ নিয়ে এই কনসার্টগুলো আবার বাংলাদেশে পুনর্জীবিত করে। আমরা স্বাধীন বাংলাদেশে প্রতি বছর অন্তত পক্ষে প্রতি বিভাগে ১ টি করে বড় কনসার্ট দেখতে চাই।
বাংলাদেশের কনসার্ট ইতিহাস ১৯৭১ সাল থেকে এবং এটি অনেক বড় ইতিহাস। সময় স্বল্পতার কারণে অনেক ছোট করে লিখা টি লিখা হয়েছে।
সবাই বড় কনসার্টের জন্য আওয়াজ উডান। #BAMBA
Ark, Miles, Nagar Baul (james), LRB, Warfaze, Shironamhin, Dalchhut, Shunno, Souls, Lalon, Artcell, Aurthohin, , Chirkutt, Joler Gaan, Feedback, Arbovirus, Arnob, bangla, Cryptic Fate, Nemesis, Powersurge, Stoic Bliss, Ashes, Highway, Avoid Rafa, prometheus, Moruvumi, Fuad & Friends (FnF), Bay of Bengal, Maqsood O' Dhaka & many more……..
Advertisement
Where is it happening?
Bangladesh Army Stadium, Banani,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: