Coastal Ultra 2025

Schedule

Thu, 20 Feb, 2025 at 08:00 pm to Sat, 22 Feb, 2025 at 02:00 pm

UTC+06:00

Location

Marine Drive Road, Cox's Bazar, Bangladesh | Chittagong, CG

Advertisement
To Read in English, Please follow the link below.
https://coastalultra.com/costal_ultra_2025.php
----------------------------------------------------
সাগর এবং পাহাড়বেষ্টিত অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার উপকূলে অনুষ্ঠিতব্য "কোস্টাল আলট্রা ২০২৫" এ আপনাদের স্বাগতম।
সাগর-পাহাড়ের অপূর্ব মিতালী, সামাজিক-সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্য, নানা ধর্মের-বর্ণের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান, পরিবেশ ও জীব বৈচিত্র্যের সমাহারসহ প্রকৃতির ভিন্নতর বৈশিষ্ট্যের কারণে কক্সবাজার একেবারেই অনন্য। বলা হয়, স্বাস্থ্যকর স্থান এবং নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কক্সবাজার। মেরিন ড্রাইভ ধরে ভ্রমণ যেন হার মানিয়ে দেয় যেকোন ভিডিও গেমকেও। কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত সাগর ও পাহাড়ের বুক চিরে চলে গেছে দীর্ঘ ৮০ কিলোমিটার সড়কটি।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ দিয়ে তৈরি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ এ অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম আলট্রা ম্যারাথন ইভেন্ট- "কোস্টাল আলট্রা ২০২৫"। এই অনন্য ইভেন্টে সমুদ্রের ঢেউয়ের গর্জনে মিলিত হবে মানুষের শারীরিক সক্ষমতা এবং পরিবেশ রক্ষার বার্তা। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি একটি যাত্রা, যা অংশগ্রহণকারী এবং দর্শনার্থী উভয়কেই দেশের অন্যতম মূল্যবান এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ এবং রক্ষা করতে উৎসাহিত করবে। এই ইভেন্টের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন উপকূলের গুরুত্ব তুলে ধরছি এবং টেকসই উন্নয়ন এবং সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ দায়িত্বশীল পর্যটন চর্চার বার্তা ছড়াতে চাই।
তাই আমাদের এবারের প্রতিপাদ্য বিষয়: “সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও”।
|| ইভেন্ট:
২০-২১-২২ ফেব্রুয়ারি, ২০২৫
|| রেস কোর্স:
মেরিন ড্রাইভ, ইনানী থেকে টেকনাফ, কক্সবাজার
|| রেস ভিলেজ:
ইনানী ফরেস্ট রেঞ্জ অফিস, ইনানী বিচ, কক্সবাজার
গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/S3tjRjER6JnKua1h7
|| রিপোর্টিং:
২০ ফেব্রুয়ারি, ২০২৫, দুপুর ১২:০১ থেকে সন্ধ্যা ০৬:৫৯ পর্যন্ত
|| ক্যাটাগরি:
• ২০০ কিমি
• ১০০ মাইল
• ১০০ কিমি
• ৫০ কিমি
বিশেষ দ্রষ্টব্যঃ ৫০ কিমি ক্যাটাগরিতে দাতব্য এন্ট্রির সুযোগ থাকবে, যা পরবর্তীতে ঘোষণা করা হবে।
|| রেস শুরুর সময়:
• ২০০ কিমি: ২০ ফেব্রুয়ারি, ২০২৫; রাত ৮:০০ ঘটিকা
• অন্যান্য ক্যাটাগরি: ২১ ফেব্রুয়ারি, ২০২৫; ভোর ৬:০০ ঘটিকা
|| কাট-অফ এবং চেক-ইন টাইম:
Please visit: https://coastalultra.com/costal_ultra_2025.php
|| অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা:
Please visit: https://coastalultra.com/costal_ultra_2025.php
|| ক্যাটাগরি ভিত্তিক আবেদন:
একজন আবেদনকারী একই ফর্মে দুইটি পছন্দসই ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন। আবেদন শুরুতে প্রথম পছন্দের ক্যাটাগরির জন্য বিবেচিত হবে। সেখানে নির্বাচিত না হলে দ্বিতীয় পছন্দের ক্যাটাগরিতে আবেদন স্থানান্তর করা হবে।
|| রেজিস্ট্রেশন ফি:
আলট্রার রেজিস্ট্রেশন করতে বসা এটাই প্রমান করে যে আপনি দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছেন। আপনার এই নিবেদনকে সম্মান জানিয়ে, এই ইভেন্টে কোন রেজিস্ট্রেশন ফি নেই!
|| সিকিউরিটি ডিপোজিট:
১৫৩০/- টাকা মাত্র (সার্ভিস চার্জসহ)
নোটঃ
• একই আবেদনে দুইটি ক্যাটাগরি নির্বাচনের সুযোগ থাকলেও সিকিউরিটি ডিপোজিট একবার প্রদানই যথেষ্ট।
• প্রদানের মাধ্যম আলাদা পোস্টে ঘোষিত হবে।
• আবেদন ফর্ম পূরণের পূর্বে পরিশোধ করতে হবে।
• এটি রেজিস্ট্রেশন ফি নয়, বরং সিকিউরিটি ডিপোজিট।
.
• এই অর্থ ফেরতযোগ্য (এমএফএস সার্ভিস চার্জ ব্যতিত ১৫০০/- টাকা), যদি-
- আপনার আবেদন প্রত্যাখ্যাত হয়।
- আপনি কিট কালেকশন এক্সপোতে নির্ধারিত সময়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হন (প্রতিনিধির মাধ্যমে নয়)।
.
• এই অর্থ অফেরতযোগ্য, যদি-
- যে কারণেই হোক, নির্বাচিত হয়েও কিট কালেকশন এক্সপোতে নির্ধারিত সময়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হতে ব্যর্থ হলে।
- আবেদন ফর্মে কোন অসত্য তথ্য প্রদান করলে।
|| আবেদন শুরু:
🗓️১৭ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার)
⏰ রাত ০৮:০০ ঘটিকা
|| আবেদন সমাপ্ত:
🗓️২৩ ডিসেম্বর, ২০২৪ (সোমবার)
⏰ রাত ১১:৫৯ ঘটিকা
|| আবেদনের লিংক:
১৭ ডিসেম্বর, ২০২৪; সন্ধ্যা ০৮:০০ ঘটিকায় https://coastalultra.com/ এ লিংক দেয়া হয়েছে।
|| প্রস্তুত রাখুন…
পিডিএফ ফরম্যাটে-
- জাতীয় পরিচয় পত্র বা বৈধ পাসপোর্ট এর কপি।
- ক্যাটাগরি অনুসারে ন্যূনতম যোগ্যতা পূরণে প্রদেয় সকল ফিনিশার্স সার্টিফিকেট এর কপি।
অনলাইন লিংক-
- সামাজিক যোগাযোগ মাধ্যমে (উদাহরণ-ফেসবুক, ইনস্টাগ্রাম) আপনার প্রোফাইল।
- অ্যাকটিভিটি ট্র্যাকার (উদাহরণ-স্ট্রাভা) প্রোফাইল। তথ্য যাচাই এর সুবিধার্থে অ্যাপসের সেটিংস পাবলিক করে রাখুন।
- দীর্ঘতম দৌড়ের তথ্য।
- ক্যাটাগরি অনুসারে ন্যূনতম যোগ্যতা পূরণের প্রমাণ।
আরও যা সংগ্রহ করে রাখতে পারেন:
- বিগত ১ মাসের দৌড়ের মাইলেজ
- বিগত ৬ মাসের দৌড়ের মাইলেজ
- বিগত ১২ মাসের দৌড়ের মাইলেজ
নোট:
• এই আয়োজনে আছে “কোস্টাল আলট্রা বাংলাদেশ”।
• এছাড়াও আছে ৩ জন অভিজ্ঞ আলট্রা রানারের সমন্বয়ে গঠিত একটি “টেকনিক্যাল কমিটি”। এরা থাকবেন আবেদনে প্রদত্ত তথ্য নিরীক্ষণ, অংশগ্রহণকারী নির্বাচন এবং ফলাফল যাচাইকরণ এর দায়িত্বে। এই কমিটি “কোস্টাল আলট্রা বাংলাদেশ” এর হস্তক্ষেপ ব্যতিত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং এদের পরিচয় থাকবে গোপনীয়।
• আর মনে রাখবেন, ন্যূনতম যোগ্যতা পূরণ করে আবেদন মানেই অংশগ্রহনের নিশ্চয়তা নয়। এই ব্যাপারে টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
• “কোস্টাল আলট্রা বাংলাদেশ” কর্তৃপক্ষ, তথা আয়োজক কমিটি কোনো কারণ দর্শানো ব্যতীতই ইভেন্টে যেকোনো পরিবর্তন, পরিবর্ধন, অথবা বাতিলকরণ এর অধিকার সংরক্ষণ করে। ইভেন্ট সংশ্লিষ্ট যেকোনো ব্যাপারে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
একসাথে সকল তথ্য না পেয়ে অস্থির লাগছে? একটু ধৈর্য ধরুন। কারণ আলট্রাতো শারীরিকের চেয়ে বেশি মানসিক পরীক্ষা!
Advertisement

Where is it happening?

Marine Drive Road, Cox's Bazar, Bangladesh, Chittagong, Bangladesh

Event Location & Nearby Stays:

\ud835\uddd6\ud835\uddfc\ud835\uddee\ud835\ude00\ud835\ude01\ud835\uddee\ud835\uddf9 \ud835\udde8\ud835\uddf9\ud835\ude01\ud835\uddff\ud835\uddee \ud835\uddd5\ud835\uddee\ud835\uddfb\ud835\uddf4\ud835\uddf9\ud835\uddee\ud835\uddf1\ud835\uddf2\ud835\ude00\ud835\uddf5

Host or Publisher 𝗖𝗼𝗮𝘀𝘁𝗮𝗹 𝗨𝗹𝘁𝗿𝗮 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵

It's more fun with friends. Share with friends

Discover More Events in Chittagong

Makeup Shakeup Grand Eid expo 2025
Thu, 20 Feb, 2025 at 11:00 am Makeup Shakeup Grand Eid expo 2025

Radisson Blu Chattogram Bay View

BUSINESS EXHIBITIONS
\u09ae\u09cb\u09b6\u09be\u09df\u09be\u09b0\u09be \u09ae\u09be\u09b9\u09ab\u09bf\u09b2 \u09e8\u09e6\u09e8\u09eb
Thu, 20 Feb, 2025 at 04:00 pm মোশায়ারা মাহফিল ২০২৫

Chittagong, Chittagong Division, Bangladesh

Interactive Art Exhibition
Thu, 20 Feb, 2025 at 05:00 pm Interactive Art Exhibition

Tvs Gallery Chattogram

ART EXHIBITIONS
anniversary
Thu, 27 Feb, 2025 at 12:00 pm anniversary

Chittagong, Bangladesh

\u09ae\u09be\u09b9\u09ac\u09c1\u09ac \u0995\u09b0\u09bf\u09ae \u09ae\u09bf\u09b2\u09a8 \u09b8\u09cd\u09af\u09be\u09b0\u0995\u09c7 \u09a6\u09c1\u09a6\u0995\u09c7\u09b0 \u099a\u09c7\u09df\u09be\u09b0\u09ae\u09cd\u09af\u09be\u09a8 \u09b9\u09bf\u09b8\u09ac\u09c7 \u099a\u09be\u0987
Fri, 28 Feb, 2025 at 12:00 am মাহবুব করিম মিলন স্যারকে দুদকের চেয়ারম্যান হিসবে চাই

Cox's Bazar Railway Station - কক্সবাজার রেলওয়ে স্টেশন

Henna Course
Tue, 04 Mar, 2025 at 12:00 am Henna Course

Cox's Bazar Trade Fair

WORKSHOPS
md Samsung Sajjad
Tue, 11 Mar, 2025 at 09:00 pm md Samsung Sajjad

Chittagong

Makeup Shakeup Eid soiree 2025
Thu, 20 Mar, 2025 at 12:00 pm Makeup Shakeup Eid soiree 2025

The Peninsula Chittagong

EID-DAY BUSINESS

What's Happening Next in Chittagong?

Discover Chittagong Events