BADN Get together & Year Closing Ceremony 2022

Schedule

Sun, 25 Dec, 2022 at 01:00 pm

Location

Dhanmondi - ধানমন্ডি | Dhaka, DA

Advertisement
Get ready for the blast ?????????
প্রিয় প্রশিক্ষনার্থীগন,
আগামি ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার (বড় দিনের ছুটি) বিএডিএন এর সকল প্রশিক্ষনার্থীদের নিয়ে আবারো ২য় বারের মত "বিএডিএন বার্ষিক পুনর্মিলনী ২০২২" এর আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানটি সকলের সুবিধার জন্য ধানমন্ডির একটি অভিজাত বাফেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। সকলকে অংশগ্রহণ করে আয়োজন সফল করার অনুরোধ জানাচ্ছি।
যেহেতু বুকিং এর বিষয় আছে তাই সবাই ১০০% সিউর হয়ে অংশগ্রহণ নিশ্চিত করবেন।
অনুষ্ঠানঃ বিএডিএন বার্ষিক পুনর্মিলনী ২০২২
তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
সময়ঃ দুপুর ১২ঃ৩০ থেকে ৪ঃ০০টা পর্যন্ত।
??যা যা থাকবে....
১। অভিজাত রেস্টুরেন্টে বুফে লাঞ্চ। ???️
২। বিএডিএন এর পক্ষ থেকে সকলের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার ও গিফট । ??
৩। একসাথে দেখা ও আড্ডা দেয়ার সুযোগ। ???
৪। ভবিষ্যতের জন্য কিছু সম্মিলিত কাজের পরিক্লপনা ও মতামত গ্রহণ। ?
৫। বিএডিএন এর মেম্বারশিপ প্রদান।?️
৬। CCND 26 to 28 এবং Nutrition for Special Needs Children Course এর সার্টিফিকেট প্রদান।
ইত্যাদি ইত্যাদি...
?? ড্রেস কোডঃ Purple??
?কি করতে হবে??
অংশ গ্রহণ ফিঃ ৬৫০টাকা
01304445668 এই নাম্বারে বিকাশে ফি জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
টাকা জমা দেয়ার শেষ তারিখঃ
০৫ ডিসেম্বর ২০২২।
So get ready everyone.... ??????
Advertisement

Where is it happening?

Dhanmondi - ধানমন্ডি, Dhanmondi,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Bangladesh Academy of Dietetics & Nutrition - BADN

Host or Publisher Bangladesh Academy of Dietetics & Nutrition - BADN

It's more fun with friends. Share with friends