7th National Space Carnival 2022

Schedule

Thu Sep 22 2022 at 08:00 am to Sat Sep 24 2022 at 06:00 pm

Location

BUET | Dhaka, DA

Advertisement
#রেজিস্ট্রেশন_ফিঃ ৩৫০ টাকা মাত্র
মাত্র ৩৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে একজন প্রতিযোগী নিজের ক্যাটাগরি অনুযায়ী সবগুলো সেগমেন্ট এ অংশগ্রহণ করতে পারবে ।
সেক্ষেত্রে দলভিত্তিক কোন সেগমেন্ট এ অংশ নিতে প্রতি প্রতিযোগী ৩৫০ করে দলের জন্য মোট ১,০৫০ টাকা জমা দিতে হবে ।
রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতেই ।
#রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ১০ই সেপ্টেম্বর, ২০২২ (রাত ১০টা)
#রেজিস্ট্রেশন_করার_নিয়মাবলীঃ
১) অনলাইন রেজিস্ট্রেশন করতে -
- প্রথমে আমাদের অফিসিয়াল মার্চেন্ট নাম্বার এ রেজিস্ট্রেশন ফি এর টাকা পাঠাতে হবে ।
মার্চেন্ট নাম্বার - 01313631077
বিকাশ/নগদ/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট - এই ৫ টি মাধ্যমের যে কোন একটি মাধ্যম দিয়ে ফি পাঠাতে হবে ।
ফি পাঠানোর সময় 'সেন্ড মানি' অপশন সিলেক্ট না করে 'পেমেন্ট' অপশন সিলেক্ট করতে হবে ।
রেফারেন্স দিতে হবে - 7NSC, কাউন্টার দিতে হবে - 1
ফি পাঠানোর পর সেই ট্রানজেকশন এর 'ট্রানজেকশন আইডি (TrxID)' এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সে নাম্বারটি সংরক্ষণ করতে হবে ।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত ফর্ম এ নিজের তথ্য গুলো প্রদান করার সময় ফর্ম এ উল্লেখিত অপশন এ রেজিস্ট্রেশন ফি এর সেই ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সেটি উল্লেখ করতে হবে ।
তাহলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে ।
উল্লেখ্য যে, ফি পাঠানোর সময় 'পেমেন্ট' অপশনে রেফারেন্স কোড না লিখলে/ভুল লিখলে সেই পেমেন্ট গ্রহণ করা হবে না ।
পাশাপাশি ফর্ম এ ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হবে সেটি উল্লেখ না করলে রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
অনলাইন রেজিস্ট্রেশনের ফর্মের লিঙ্ক -
২) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (১) - সরাসরি আমাদের অফিসে এসে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
৩) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (২) - সরাসরি আমাদের কোন স্বেচ্ছাসেবক/ক্যাম্পাস ডিরেক্টর কাছে প্রদত্ত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
৪) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (৩) - আমরা অন্তত ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত পত্র এবং রেজিস্ট্রেশন ফর্ম পাঠাবো । নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ/ দায়িত্ব প্রাপ্ত শিক্ষক/ক্লাব কর্তৃপক্ষের নিকট প্রদত্ত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
তবে আমাদের আমন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিতে পারবে । কোন শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ পত্র এবং পোস্টার পেতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস এবং দাওয়াতপত্র পৌঁছে দিবো ।
#অন্যান্য_নিয়মাবলীঃ
১) প্রতিযোগিতার দিন প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হবে এবং সাথে পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে রাখতে হবে ।
২) অনুষ্ঠান শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে ।
৩) রেজিস্ট্রেশন ফি ছাড়া কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
৪) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ।
৫) স্পট রেজিস্ট্রেশন এর কোন ব্যবস্থা থাকবেনা ।
৬) রেজিস্ট্রেশন এর সময় শেষ হবার পর সবাইকে ই-মেইলে একটি প্রবেশ পত্র পাঠানো হবে । প্রবেশ পত্রটি প্রিন্ট করে প্রতিযোগিতার দিন সাথে আনতে হবে ।
#যে_সকল_কারণে_রেজিস্ট্রেশন_বাতিল_বলে_গন্য_ হবে
১) অনলাইন/অফলাইন ফর্মে নিজের সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
২) অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুয়া ট্রানজেকশন আইডি এবং ভুয়া নাম্বার প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৩) ইভেন্ট এর দিন পরীক্ষায় বা অন্য কোন সেগমেন্ট এ কোন অসদুপায় অবলম্বন করলে এবং পরীক্ষার হলে কোন মোবাইল কিংবা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৪) ইভেন্ট এর দিন ভেন্যুতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে, নিজের সাথে কোন প্রকার আগ্নেয়াস্ত্র, সিগারেট বা কোন নেশা জাতীয় দ্রব্য বহন করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৫) নিজ বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর প্রতি অসম্মানজনক আচরণ করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৬) কোন ছেলে/মেয়ে শিক্ষার্থীর প্রতি মানসিক বা শারীরিক কোন অত্যাচার করলে, টিজ করলে, সেক্সচুয়াল হ্যারেস্মেন্ট করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৭) পুরো সময় মাস্ক পরিধান করা বাধ্যতামূলক । কেউ মাস্ক পরিধান না করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৮) কোন শিক্ষার্থী ইভেন্ট এর কোন সম্পদ ক্ষতিগ্রস্ত করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৯) কোন শিক্ষার্থী ইভেন্ট এর কোন সম্পদ চুরি/আত্মসাৎ করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
১০) ইভেন্ট এর আগে বা পরে বা ইভেন্ট চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী/অভিভাবক সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোন মাধ্যমে ইভেন্ট, আয়োজক কর্তৃপক্ষ এবং ভেন্যু কর্তৃপক্ষ নিয়ে কোন নেতিবাচক মন্তব্য প্রকাশ করলে এবং মিথ্যাচার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
উপরিউক্ত যে কোন দোষে কোন শিক্ষার্থী দোষী সাব্যস্ত হলে তাকে ভেন্যু ত্যাগ করতে বাধ্য করা হবে । এক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ এবং ভেন্যু কর্তৃপক্ষ সেই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।
#বিশেষ_দ্রষ্টব্য
১) ইভেন্ট এর রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য ।
২) Youthpreneur Network এই প্রতিযোগিতায় যে কোন পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন এবং এই প্রতিযোগিতার কল্যাণে যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে এবং এ ব্যাপারে অন্য কোন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে কোনরূপেই দায়বদ্ধ নয় ।
#যোগাযোগ
যে কোন প্রকার তথ্যের জন্য যোগাযোগ করুন - 01313-631073
Advertisement

Where is it happening?

BUET, Bangladesh University of Engineering & Technology,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Youthpreneur Network

Host or Publisher Youthpreneur Network

It's more fun with friends. Share with friends