Youthpreneur Network presents 3rd Bangladesh General Knowledge Olympiad 2022

Schedule

Fri Nov 04 2022 at 08:00 am

Location

East West University | Dhaka, DA

Advertisement
যেকোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে বিপদে পড়তে হয়? তাহলে তোমার জন্যই এই আয়োজন ❤
আমরা সবাই জানি, সাধারণ জ্ঞান হচ্ছে সংস্কৃতি, সভ্যতা, সম্প্রদায়, সমাজ, দেশ সংক্রান্ত বিভিন্ন মাধ্যম থেকে জানা মূল্যবান তথ্য। সাধারণ জ্ঞান কোনো একটি বিষয় সর্ম্পকিত বিশেষায়িত জ্ঞান নয়। বরং মানব সভ্যতা, বর্তমানে বিশ্ব, পরিবার স্বাস্থ্য, ফ্যাশন, দেশ নিয়ে নিয়ে সামগ্রিক জ্ঞানই হলো সাধারণ জ্ঞান।
সাধারণ জ্ঞান শুধু আমাদের জ্ঞান ভান্ডারকেই যে সমৃদ্ধ করে তা নয় বরং চিন্তা-চেতনার বিকাশ ঘটায়। কারণ তুমি যখন একটি বিষয় সম্পর্কে খুব ছোট একটি তথ্য জানবে তা নিয়ে পরবর্তীতে বিশদভাবে জানার জন্য আরও আগ্রহ বোধ করবে । আর তাই নিঃসন্দেহে সাধারণ জ্ঞান তোমাকে যেকোনো ধরনের বড় চিন্তা-চেতনার জায়গাকে অনেক বেশী সমৃদ্ধ করে দিবে। একই সাথে নানান বিষয়ে সামগ্রিক জ্ঞান তোমাকে যেকোন বিষয় নিয়ে আলোচনা বা যেকোন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এর মতো বড় কাজগুলো অত্যন্ত বিবেকসম্পন্ন জায়গা থেকে সম্পন্ন করতে সহায়তা করে।
তাই তোমরা যারা সাধারণ জ্ঞান নিয়মিতভাবে চর্চা করতে পছন্দ করো, তোমাদের জন্যই ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক টিম নিয়ে এসেছে ‘বাংলাদেশ সাধারণ জ্ঞান অলিম্পিয়াড’ নামে চমকপ্রদ এক আয়োজন ।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুধুমাত্র সাধারণ জ্ঞান নিয়েই এককভাবে জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াডের তৃতীয় আসর আয়োজিত হতে যাচ্ছে নভেম্বর মাসের ৪ এবং ৫ তারিখে ।

অলিম্পিয়াডের মূল আয়োজক - ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক
সহ-আয়োজক - ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ইনফর্মেশন ক্লাব
সার্বিক সহযোগিতায় - ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

অলিম্পিয়াডের বিস্তারিত -

#ক্যাটাগরিঃ
প্রাইমারী - ১ম - ৫ম শ্রেণি
জুনিয়র – ৫ম – ৮ম শ্রেণি
সেকেন্ডারি – ৯ম – ১০ম শ্রেণি
হায়ার সেকেন্ডারি – ১১শ – ১২শ শ্রেণি
সিনিয়র - বিশ্ববিদ্যালয় পর্যায়

#সেগমেন্টঃ
১) সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
২) সাধারন জ্ঞান কুইজ
৩) কর্মশালা

১) সাধারন জ্ঞান অলিম্পিয়াডঃ প্রতি ক্যাটাগরির জন্য সর্বমোট ১০০০ নাম্বারের পরীক্ষা হবে । এই ১০০০ নাম্বারের পরীক্ষা ৪টি ভিন্ন ভিন্ন পর্বে নেয়া হবে ।
প্রতি পর্বে ২৫০ নাম্বার করে থাকবে। প্রতিটি পর্বে ৫ টি বিষয় থাকবে । প্রতিটি বিষয় থেকে ৫০ নাম্বারের পরীক্ষা নেয়া হবে ।
পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে । প্রতিটি ভুল উত্তরের জন্য সর্বমোট প্রাপ্ত নাম্বার থেকে ১ নাম্বার করে কাটা যাবে ।

পর্ব ১ঃ
১) বাংলাদেশের ইতিহাস (প্রাচীন, মধ্যযুগ, ও আধুনিক)
২) বিশ্ব ইতিহাস ( প্রাচীন, মধ্যযুগ, ও আধুনিক)
৩) সাম্প্রতিক ঘটনাবলি
৪) খ্যাতিমান ব্যাক্তিবর্গ
৫) জনসংখ্যা, জাতিস্বত্বা, আয়তন

পর্ব ২ঃ
১) বাংলাদেশের প্রশাসন ও অবকাঠামো
২) বাংলাদেশের সংবিধান ও আইন
৩) আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা, সঙ্গঠন, জোট ও চুক্তি
৪) আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি
৫) অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বানিজ্য ও অর্থনীতি

পর্ব ৩ঃ
১) বন্যপ্রানী ও প্রাণিজগৎ
২) জলজীবন ও জলভাগ
৩) প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়
৪) খনিজ সম্পদ
৫) ভূগোল ( বাংলাদেশ ও বহির্বিশ্ব)

পর্ব ৪ঃ
১) খেলার জগত
২) শিল্প, সংস্কৃতি, সাহিত্য
৩) বিশ্বব্যাপি পদক ও পুরস্কার
৪) বিজ্ঞান ও প্রযুক্তি
৫) স্থাপনা ও ভাস্কর্য

#প্রতিযোগিতার_তারিখঃ ৪ নভেম্বর, ২০২২
#রেজিস্ট্রেশন ফি - মাত্র ৩৫০ টাকা

#রেজিস্ট্রেশন_করার_নিয়মাবলীঃ
১) অনলাইন রেজিস্ট্রেশন করতে -
- প্রথমে আমাদের অফিসিয়াল মার্চেন্ট নাম্বার এ রেজিস্ট্রেশন ফি এর টাকা পাঠাতে হবে ।
মার্চেন্ট নাম্বার - 01313631077
বিকাশ/নগদ/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট - এই ৫ টি মাধ্যমের যে কোন একটি মাধ্যম দিয়ে ফি পাঠাতে হবে ।
ফি পাঠানোর সময় 'সেন্ড মানি' অপশন সিলেক্ট না করে 'পেমেন্ট' অপশন সিলেক্ট করতে হবে ।
রেফারেন্স দিতে হবে - 3BDGKO, কাউন্টার দিতে হবে - 1
ফি পাঠানোর পর সেই ট্রানজেকশন এর 'ট্রানজেকশন আইডি (TrxID)' এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সে নাম্বারটি সংরক্ষণ করতে হবে ।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত ফর্ম এ নিজের তথ্য গুলো প্রদান করার সময় ফর্ম এ উল্লেখিত অপশন এ রেজিস্ট্রেশন ফি এর সেই ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সেটি উল্লেখ করতে হবে ।
তাহলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে ।
উল্লেখ্য যে, ফি পাঠানোর সময় 'পেমেন্ট' অপশনে রেফারেন্স কোড না লিখলে/ভুল লিখলে সেই পেমেন্ট গ্রহণ করা হবে না ।
পাশাপাশি ফর্ম এ ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হবে সেটি উল্লেখ না করলে রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।

অনলাইন রেজিস্ট্রেশনের ফর্মের লিঙ্ক - t.ly/lQjL

২) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (১) - সরাসরি আমাদের অফিসে এসে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
৩) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (২) - সরাসরি আমাদের কোন স্বেচ্ছাসেবক/ক্যাম্পাস ডিরেক্টর কাছে প্রদত্ত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।
৪) অফলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি (৩) - আমরা ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াত পত্র এবং রেজিস্ট্রেশন ফর্ম পাঠাবো । নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ/ দায়িত্ব প্রাপ্ত শিক্ষক/ক্লাব কর্তৃপক্ষের নিকট প্রদত্ত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ।

#অন্যান্য_নিয়মাবলীঃ
১) প্রতিযোগিতার দিন প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হবে এবং সাথে পরিচয়পত্র (আইডি কার্ড) সাথে রাখতে হবে ।
২) অনুষ্ঠান শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে ।
৩) রেজিস্ট্রেশন ফি ছাড়া কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
৪) স্পট রেজিস্ট্রেশন এর কোন ব্যবস্থা থাকবেনা ।

রেজিস্ট্রেশন এর শেষ সময় ৩১শে অক্টোবর, ২০২২ (রাত ১০টা)

এরপর আর কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ।
৫) রেজিস্ট্রেশন এর সময় শেষ হবার পর সবাইকে ই-মেইলে একটি প্রবেশ পত্র পাঠানো হবে । প্রবেশ পত্রটি প্রিন্ট করে প্রতিযোগিতার দিন সাথে আনতে হবে ।

#যে_সকল_কারণে_রেজিস্ট্রেশন_বাতিল_বলে_গন্য_ হবে
১) অনলাইন/অফলাইন ফর্মে নিজের সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
২) অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুয়া ট্রানজেকশন আইডি এবং ভুয়া নাম্বার প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৩) ইভেন্ট এর দিন পরীক্ষায় বা অন্য কোন সেগমেন্ট এ কোন অসদুপায় অবলম্বন করলে এবং পরীক্ষার হলে কোন মোবাইল কিংবা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৪) ইভেন্ট এর দিন ভেন্যুতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে, নিজের সাথে কোন প্রকার আগ্নেয়াস্ত্র, সিগারেট বা কোন নেশা জাতীয় দ্রব্য বহন করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৫) নিজ বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর প্রতি অসম্মানজনক আচরণ করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৬) কোন ছেলে/মেয়ে শিক্ষার্থীর প্রতি মানসিক বা শারীরিক কোন অত্যাচার করলে, টিজ করলে, সেক্সচুয়াল হ্যারেস্মেন্ট করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৭) পুরো সময় মাস্ক পরিধান করা বাধ্যতামূলক । কেউ মাস্ক পরিধান না করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৮) কোন শিক্ষার্থী ইভেন্ট এর কোন সম্পদ ক্ষতিগ্রস্ত করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
৯) কোন শিক্ষার্থী ইভেন্ট এর কোন সম্পদ চুরি/আত্মসাৎ করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
১০) ইভেন্ট এর আগে বা পরে বা ইভেন্ট চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী/অভিভাবক সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোন মাধ্যমে ইভেন্ট, আয়োজক কর্তৃপক্ষ এবং ভেন্যু কর্তৃপক্ষ নিয়ে কোন নেতিবাচক মন্তব্য প্রকাশ করলে এবং মিথ্যাচার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে ।
উপরিউক্ত যে কোন দোষে কোন শিক্ষার্থী দোষী সাব্যস্ত হলে তাকে ভেন্যু ত্যাগ করতে বাধ্য করা হবে । এক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ এবং ভেন্যু কর্তৃপক্ষ সেই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।

#অলিম্পিয়াড_এর_পুরষ্কারঃ
১) প্রতি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তকে 'চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন - দেশসেরা জ্ঞান বিশারদ' এ্যাওয়ার্ড দেয়া হবে । পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই ও সনদপত্র দেয়া হবে ।
২) এছাড়াও প্রতি ক্যাটাগরি থেকে আরও সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে । পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই ও সনদপত্র দেয়া হবে ।
৩) এছাড়াও সকল প্রতিযোগীর জন্য অংশগ্রহণের সার্টিফিকেট থাকবে ।

#বিশেষ_দ্রষ্টব্য
১) ইভেন্ট এর রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য ।
২) Youthpreneur Network এই প্রতিযোগিতায় যে কোন পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন এবং এই প্রতিযোগিতার কল্যাণে যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে এবং এ ব্যাপারে অন্য কোন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে কোনরূপেই দায়বদ্ধ নয় ।

#যোগাযোগ
যে কোন প্রকার তথ্যের জন্য যোগাযোগ করুন - 01313-631073
#BDGKO #Bangladesh #YouthpreneurNetwork #Inspire #Ignite #Impact #Education #GeneralKnowledge #EWU #EWUIC #
Advertisement

Where is it happening?

East West University, A/2 Main Road, Aftabnagar,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Bangladesh General Knowledge Olympiad

Host or Publisher Bangladesh General Knowledge Olympiad

It's more fun with friends. Share with friends