18th National Youth Conference 2025
Schedule
Fri, 24 Jan, 2025 at 10:00 am to Sat, 25 Jan, 2025 at 06:00 pm
Location
Gonoshasthaya Kendra, Savar | Dhaka, DA
Advertisement
বাংলাদেশে ৫৬টি জেলার ১৩০০+ সক্রিয় ইউনিটে প্রায় ১,০০,০০০+ ইয়ুথ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ইয়ুথ এন্ডিং হাঙ্গারে। এই তরুনদেরকে আরো সক্রিয় করে তোলার লক্ষে প্রত্যেক বছর জাতীয় ইয়ুথ সম্মেলন আয়োজন করা হয়।এই সম্মেলনে বাংলাদেশর বিভিন্ন প্রান্ত হতে আগত তরুণ বন্ধুরা তাদের অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি অন্য ইয়ুথ বন্ধুদের সাথে আদান প্রদান করে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিভিন্ন ধরনের কর্মশালা হয়। তারই ধারাবাহিকতায় এই বছর ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ১৮তম জাতীয় ইয়ুথ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
এই সম্মেলন আগামী ২৪ ও ২৫ শে জানুয়ারী, ২০২৫ইং তারিখে সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশর ১০ টি রিজিয়ন এর ১৩০০টি ইউনিটের ১০০০ ইয়ুথ সদস্য অংশগ্রহন করবে।
Advertisement
Where is it happening?
Gonoshasthaya Kendra, Savar, Dhania, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.