সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ২০২৩

Schedule

Sat Mar 18 2023 at 12:00 am

Location

ISTT - Institute of Science Trade & Technology | Dhaka, DA

Advertisement
★★★ সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ২০২৩★★★

" এসো হে নবীন...
তুমি নব নব রুপে এসো প্রাণে
এসো গন্ধে-বরণে, এসো গানে..."
- রবীন্দ্রনাথ ঠাকুর

পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রেই পুরাতনরা নতুনদের আগমনের সব ব্যবস্থা করে দিয়ে যান। আর নতুনরা একদিন পুরাতনদের স্থান দখল করবে, এটাই জগতের নিয়ম।
সুভনিল সাহিত্য ও সংস্কৃতি সংঘ, আইএসটিটি তে শুরু হচ্ছে "সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ২০২৩"।
আইএসটিটি তে অধ্যয়নরত শিক্ষার্থী হিসেবে সুভনিলে কাজ করার আগ্রহী সকলেই আসতে পারেন সুভনিলের সদস্য হিসেবে।
সদস্য হিসেবে আপনি যা যা সুবিধা পাবেন-
★ বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্যদের সঙ্গে অনুশীলন করার সুযোগ।
★ আন্তঃবিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় আইএসটিটির প্রতিনিধিত্ব করার সুযোগ।
★ সুভনিল আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ।
★ সদস্য হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে ভলান্টিয়ার হবার সুযোগ।
★ সংগঠনের সদস্য হিসেবে আপনার মেয়াদ শেষ হবার পর সংগঠন কর্তৃক প্রণয়ন করা সনদপত্র।
তাই সদস্যপদ লাভের জন্য ফরম পূরণ করুন।

সদস্যপদ লাভ ও নবায়ন ফী - ২৫০ টাকা।
পেমেন্ট নাম্বারঃ (বিকাশ) - 01765778887 (পার্সোনাল)

নিয়মাবলিঃ
১. স্বেচ্ছাসেবী হতে হবে।
২. ক্লাস চলাকালীন সময়ে সুভনিলের কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না।
৩. সুভনিল আয়োজিত যেকোনো কার্যক্রমে অংশ নিতে হবে। অংশ না নিলে যথাযথ কারণ দর্শাতে হবে।
৪. সুভনিল এবং আইএসটিটি এর সম্মান ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করা যাবে না।
৫. সুভনিল, আইএসটিটি যেকোনো সময় আপনার সদস্য পদ বাতিলের ক্ষমতা রাখে।
৬. বিনয়ী এবং শালীন হতে হবে।
৭. সুভনিল এর অনলাইন প্লাটফর্ম এর পোস্ট গুলো শেয়ার করার মানসিকতা থাকতে হবে।
৮. সকলের সাথে যথাযথ সম্মান বজায় রেখে চলতে হবে। হোক সে আপনার ক্লাসমেট বা সিনিয়র বা জুনিয়র।
৯. "সুভনিল সাহিত্য ও সংস্কৃতি সংঘ, আইএসটিটি" - বানান ভুল করা যাবে না৷ কোথাও পোস্ট করার আগে অবশ্যই বানান চেক করে নিতে হবে।

উল্লেখ্য,
যারা ফরম পূরণ করবেন তাদেরকে নিবিড় পর্যালোচনায় রাখা হবে এবং পরবর্তীতে মূল দলে যোগ করা হবে।

যেকোনো প্রয়োজনে সুভনিলের সাথে যোগাযোগ করুন ~
ইমেইল এড্রেস ~
[email protected]
ফেসবুক পেইজ ~
https://facebook.com/SUVONIL.ISTT
ফেসবুক গ্রুপ ~
https://facebook.com/groups/161195941145996/
ফেসবুক একাউন্ট ~
https://www.facebook.com/slcc.istt
ইউটিউব চ্যানেল ~
https://youtube.com/channel/UCzWHfK8NTb-JWbT53RZdf6w
লিংকডইন ~
https://www.linkedin.com/company/সুভনিল-সাহিত্য-ও-সংস্কৃতি-সংঘ-আইএসটিটি
Advertisement

Where is it happening?

ISTT - Institute of Science Trade & Technology, Mirpur-13,Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

\u09b8\u09c1\u09ad\u09a8\u09bf\u09b2 \u09b8\u09be\u09b9\u09bf\u09a4\u09cd\u09af \u0993 \u09b8\u09be\u0982\u09b8\u09cd\u0995\u09c3\u09a4\u09bf\u0995 \u09b8\u0982\u0998, \u0986\u0987\u098f\u09b8\u099f\u09bf\u099f\u09bf

Host or Publisher সুভনিল সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ, আইএসটিটি

It's more fun with friends. Share with friends